menu-iconlogo
huatong
huatong
--cover-image

যখন নীরবে দূরে

শহরhuatong
shobdo_kobihuatong
Testi
Registrazioni
যখন.. নীরবে দূরে, দাঁড়াও এসে

যেখানে পথ বেঁকেছে। (x2)

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা

কে জানে কি আবেশে দিশাহারা

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা

কে জানে কি আবেশে দিশাহারা

আমিও ছুটে যাই সে গভীরে

আমিও ধেয়ে যাই কি নিবিড়ে

তুমি কি মরীচিকা না ধ্রুবতারা।

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা

কে জানে কি আবেশে দিশাহারা।

যখন রোদেরই কনা ধানেরই শিষে

বিছিয়ে দেয় রোদ্দুর (x2)

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা

কে জানে কি আবেশে দিশাহারা

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা

কে জানে কি আবেশে দিশাহারা

আমিও ছুটে যাই সে দিগন্তে

আমিও ধেয়ে যাই কি আনন্দে

তুমি কি ভুলে যাওয়া কবিতারা।

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা

কে জানে কি আবেশে দিশাহারা ..

Potrebbe piacerti