menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni
Hamif___WE

M এ রাত জাগা পাখি

কি গান যায় শুনিয়ে

আসে ফিরে ফিরে

তোমারই ইশারা

M এ রাত জাগা পাখি কি F /আ..

গান যায় শুনিয়ে F/আ...

আসে ফিরে ফিরে F/আ..

তোমারই ইশারা F/আ..

F ঐ জোৎস্না ভেজা

তোমার হাতছানি

শোনায় কত কথা

মিটি মিটি তারা।

M উদাসী হাওয়ায় হৃদয়

উন্মন

মনে আসে যত কথা বলা বাকি

Music

পাই ফিরে ভালবাসার এ মন

রামধনু রঙে কত ছবি আঁকি।

F ঐ জোসনা ভেজা

তোমার হাতছানি

শোনায় কত কথা

মিটি মিটি তারা।

F সারাবেলা যতো সাধ থাকে

গোপন

মায়াবি রাতে এসে দেয় সে

উঁকি

হারানো কতো স্মৃতি আসে

ফিরে

ভরে যায় জীবনের অনেক

ফাঁকি।

M এ রাত জাগা পাখি

কি গান যায় শুনিয়ে

আসে ফিরে ফিরে তোমারই

ইশারা

F ঐ জোৎস্না ভেজা

তোমার হাতছানি

শোনায় কত কথা

মিটি মিটি তারা

Altro da শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য/সাধনা সারগম

Guarda Tuttologo

Potrebbe piacerti

এ রাত জাগা পাখি di শিল্পীঃ শ্রীকান্ত আচার্য্য/সাধনা সারগম - Testi e Cover