menu-iconlogo
huatong
huatong
avatar

মনে প্রেমের বাত্তি জ্বলে

সৈয়দ আব্দুল হাদী/প্রথম প্রেমhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
Testi
Registrazioni
মনে প্রেমের বাত্তি জ্বলে

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে

হইলো না সে আমার

মনে প্রেমের বাত্তি জ্বলে

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে

হইলো না সে আমার

-==আপলোড বাই মজিবুর==-

প্রেমে সৃষ্টি জগত-সংসার

সৃষ্টি আদম-হাওয়া

সেই প্রেমেরই দেখা পাইলে

হইতো সবই পাওয়া

প্রেমে সৃষ্টি জগত-সংসার

সৃষ্টি আদম-হাওয়া

সেই প্রেমেরই দেখা পাইলে

হইতো সবই পাওয়া রে

হইতো সবই পাওয়া

মনে প্রেমের বাত্তি জ্বলে

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে

হইলো না সে আমার

প্রেমে স্বর্গ, প্রেমে নরক

প্রেমে বাঁচা-মরা----

প্রেম কইরো না দেহের সনে

আত্মার সনে ছাড়া

প্রেমে স্বর্গ, প্রেমে নরক,

প্রেমে বাঁচা-মরা----

প্রেম কইরো না দেহের সনে

আত্মার সনে ছাড়া রে

আত্মার সনে ছাড়া

মনে প্রেমের বাত্তি জ্বলে

বাত্তির নিচে অন্ধকার

এই জীবনে চাইলাম যারে

হইলো না সে আমার

এই জীবনে চাইলাম যারে

হইলো না সে আমার

Altro da সৈয়দ আব্দুল হাদী/প্রথম প্রেম

Guarda Tuttologo

Potrebbe piacerti