menu-iconlogo
huatong
huatong
avatar

তোমাদের সুখের এই নীড়ে

সৈয়দ আব্দুল হাদীhuatong
💞Sᴜʙʀᴏᴛᴀ🎸𝓗𝓮𝓪𝓻𝓽𝓼💞huatong
Testi
Registrazioni
তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খুঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খুঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

আজ এই আসরে বন্ধু

আমি শেষ গান শুনিয়ে যাবো

অশ্রু লুকিয়ে বন্ধু

আমি স্বপ্নে রাঙিয়ে দেবো

এই প্রেম কেঁদে যাক বন্ধু

আমার হৃদয় ঘিরে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খুঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

দুঃখ করি না বন্ধু

আমি ঝঞ্ঝার আকাশে পাখি

দীর্ঘ নিশ্বাসে বন্ধু

আমি ক্রান্তির ঠিকানা রাখি

এই নাম ভুলে যেও বন্ধু

হাজার নামের ভিড়ে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খুঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

আমাকে খুঁজো না বন্ধু

আমি তো চলেছি ধীরে

তোমাদের সুখের এই নীড়ে

Altro da সৈয়দ আব্দুল হাদী

Guarda Tuttologo

Potrebbe piacerti