menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি থাকো ওই পারে আর আমি থাকি এ পারে // A AHAMMAD

A AHAMMAD CM BDhuatong
࿇𝐀💎Aʜᴀᴍᴍᴇᴅ2࿇C.M.BD☘huatong
Testi
Registrazioni
আপলোড A AHAMMED

প্লিজ কেউ কপি করবেননা

নতুন নতুন HD মিউজিক ফেতে

আমার আইডিকে ফলো করতে পারেন

সবাই মিউজিক ফলো করে গান করবেন

M:-তুমি থাকো ওই পারে

আর আমি থাকি এ পারে

দুইয়ের মাঝে ভরা নদী

মিলন হবে কি করে

F:-আমায় পেতে বন্ধু তুমি

আসো যদি এ পারে

বুকের মাঝে যত্ন করে

রাখবো আমি তোমারে

M:-ঘাটের বাঁধা নাই যে তরী

কেমনে যাবো তোমার বাড়ি

পরান আমার সয়নারে

প্লিজ কেউ কপি করবেননা

আপলোড A AHAMMED

নতুন নতুন HD মিউজিক ফেতে

আমার আইডিতে ফলো করতে পারেন

সবাই মিউজিক ফলো করবেন

M:-দুই কুলেতে থাকলে দুজন

পিরিত কি আর মধুর হয়

চোখে চোখে দেখা দেখি

এ যে বিষন জ্বালাময়

F:-দূরত্বকে গুরত্ব পায়

প্রেমিক যদি খাঁটি হয়

এক নিমিষেই সকল বাঁধা

মেনে নিবে পরাজয়

দুই হাতে পড়িয়া চুড়ি

পিন্দিয়া গোলাপি শাড়ি

F:-দুই হাতে পড়িয়া চুড়ি

পিন্দিয়া গোলাপি শাড়ি

অপেক্ষা তে আছি রে

M:-ঘাটের বাঁধা নাই যে তরী

কেমনে যাবো তোমার বাড়ি

প্লিজ কেউ কপি করবেননা

আপলোড A AHAMMED

নতুন নতুন HD মিউজিক ফেতে

আমার আইডিতে ফলো করতে পারেন

সবাই মিউজিক ফলো করবেন

F:-প্রেমের আগুন জ্বলে দিগুণ

মন তোমারে কাছে চায়

তোমার তরে পাগল আমি

পরান আমার জ্বলে যায়

M:-হাটু জলে নামলে তুমি

আমি যে মাঝ দরিয়ায়

তোমার পানে ছুটবো তাতে

জীবন যদি চলেও যায়

তুৃমি যদি থাকো রাজি

দরতে পারি জীবন বাজি

M:-তুৃমি যদি থাকো রাজি

দরতে পারি জীবন বাজি

থেকোনা দূরে দূরে

F:-তুমি প্রেমের না-ও বানিয়ে

ভালোবাসার বৈঠা দিয়ে

যাও নিয়ে যাও আমারে

M:-তুমি থাকো ওই পারে

আর আমি থাকি এ পারে

দুইয়ের মাঝে ভরা নদী

মিলন হবে কি করে

F:-আমায় পেতে বন্ধু তুমি

আসো যদি এ পারে

বুকের মাঝে যত্ন করে

রাখবো আমি তোমারে

M:-ঘাটের বাঁধা নাই যে তরী

কেমনে যাবো তোমার বাড়ি

পরান আমার সয়নারে

F:-তুমি প্রেমের না-ও বানিয়ে

ভালোবাসার বৈঠা দিয়ে

যাও নিয়ে যাও আমারে

Altro da A AHAMMAD CM BD

Guarda Tuttologo

Potrebbe piacerti