menu-iconlogo
huatong
huatong
avatar

পরের জায়গা পরের জমি । Porer Jayga Porer Jomi

Abdul Alimhuatong
MONJUR_BFS_2019huatong
Testi
Registrazioni
পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই

আমি তো সে ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই

সেই ঘরখানা যার জমিদারি

আমি পাইনা তাহার হুকুমদারী

সেই ঘরখানা যার জমিদারি

আমি পাইনা তাহার হুকুমদারী

আমি পাইনা জমিদারের দেখা

আমি পাইনা জমিদারের দেখা

মনের দুঃখ কারে কই

মনের দুঃখ কারে কই

আমি তো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই

আমি তো সে ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই

আমি তো সে ঘরের মালিক নই

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ

তাইতো ফসল ফলে না রে

দুঃখ বারো মাস।।

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ

তাইতো ফসল ফলে না রে

দুঃখ বারো মাস।।

আমি খাজনাপাতি সবই দিলাম

তবু জমিন আমার হয় যে নীলাম

আমি খাজনাপাতি সবই দিলাম

তবু জমিন আমার হয় যে নীলাম

আমি চলি যে তার মন জোগাইয়া

আমি চলি যে তার মন জোগাইয়া

দাখিলায় মেলে না সই।।

তবুও দাখিলায় মেলে না সই।।

আমি তো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই

পরের জায়গা পরের জমিন

ঘর বানাইয়া আমি রই

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

আমি তো সেই ঘরের মালিক নই

Altro da Abdul Alim

Guarda Tuttologo

Potrebbe piacerti