menu-iconlogo
huatong
huatong
abdul-jabbar-salam-salam-hajar-salam-cover-image

সালাম সালাম হাজার সালাম | Salam Salam Hajar Salam

Abdul Jabbarhuatong
phat5huatong
Testi
Registrazioni
ছালাম ছালাম হাজার ছালাম

শিল্পীঃ মোহাম্মদ আবদুল জব্বার

ছালাম ছালাম হাজার ছালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

ছালাম ছালাম হাজার ছালাম

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে

হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান

তাদের বিজয় মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

ছালাম ছালাম হাজার ছালাম

ভাইয়ের বুকের রক্তে আজি কে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাদের নব বারতা

শহীদ ভাইয়ের স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

ছালাম ছালাম হাজার ছালাম

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় দিলো রক্ত ঢালি

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি

শহীদ স্মৃতি বরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

ছালাম ছালাম হাজার ছালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে

ছালাম ছালাম হাজার ছালাম

Altro da Abdul Jabbar

Guarda Tuttologo

Potrebbe piacerti