menu-iconlogo
huatong
huatong
abir-biswasashim-sen-boro-eka-eka-lage-amar-cover-image

Boro eka eka lage amar

Abir Biswas/Ashim Senhuatong
❤️꧁𒆜丹SHÍM𒆜❤️𓊉꧂huatong
Testi
Registrazioni
ও হো, হো হো হো..

চারিদিকে শুধু তোমার স্মৃতি আজ

নেই শুধু তুমি কাছে।

হায় যদি একবার যেত গো জানানো

আমারও যে হৃদয় আছে।

জীবনের একটি ভুল,

ঝরালো কত ফুল ,

জানিনা, ওহোহোহো জানিনা।

কাঁদে একা একা প্রাণ যে আমার,

কাঁদে একা একা প্রাণ যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..,,

আলেয়ার পিছে, ছুটে মিছেমিছে

বুঝিনি তো আলোর ভাষা

আজকে তোমাকে হারিয়ে বুঝেছি

কাকে বলে ভালোবাসা।

আঁধারে খোঁজে মন,

আলোকে সারাক্ষণ।

মেলে না, ওহোহো মেলে না।

করে তুমি তুমি মন যে আমার,

করে তুমি তুমি মন যে আমার

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

বড় একা একা লাগে আমার,

বড় একা একা লাগে আমার

লাগে না ভালো আর

লাগে না ভালো আর।

আছে ভালোবাসা নেই অধিকার,

আছে ভালোবাসা নেই অধিকার,

লাগে না ভালো আর,

লাগে না ভালো আর।

ও হো, হো হো হো..,,,,(2)

(THE END)

Altro da Abir Biswas/Ashim Sen

Guarda Tuttologo

Potrebbe piacerti