menu-iconlogo
huatong
huatong
abir-biswas-sedin-dekha-hoyechilo---cover-cover-image

Sedin Dekha Hoyechilo - Cover

Abir Biswashuatong
paulineparizothuatong
Testi
Registrazioni
জানি না হারিয়েছি আমি কোন জালে

সীমানা পেরিয়েছি কবে কোন কালে

তবু না বলা সে কথা

তবু না বলা সে কথা

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

সেদিন দেখা হয়েছিল

সেদিন দেখা হয়েছিল

না দেখেই মনে মনে লিখে গেছি ছবি তার

সাক্ষী দিন, ঘুম না আসা রাতে আঁকা কবিতা

তবু ভেঙে নীরবতা

তবু ভেঙে নীরবতা

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

সেদিন দেখা হয়েছিল

সেদিন দেখা হয়েছিল

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

অচেনা শহর, অচেনা সে পথ চেনা তোমায় খুঁজে

আজও পারিনি কিছুই বলতে যে তোমায়

সেদিন দেখা হয়েছিল

সেদিন দেখা হয়েছিল

Altro da Abir Biswas

Guarda Tuttologo

Potrebbe piacerti