menu-iconlogo
huatong
huatong
avatar

Ar Hobe Na Dekha Bondhu

Adnan Kabirhuatong
ohbaby6huatong
Testi
Registrazioni
আর হবে না দেখা, বন্ধু, একই রাস্তাঘাটে

অন্যের হাতে হাত রাখিয়া ঘুরবি অচিন মাঠে

আর হবে না দেখা, বন্ধু, একই রাস্তাঘাটে

অন্যের হাতে হাত রাখিয়া ঘুরবি অচিন মাঠে

শিশিরভেজা চেনা ঘাসে পড়বে না তোর পা

তুই তো বেইমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে ঘা

তুই তো বেইমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে ঘা

ওরে, নিশি রাইতে আর হবে না বাঁশবাগানে দেখা

অন্যের বুকে রাখবি মাথা কইরা আমায় একা

ওরে, নিশি রাইতে আর হবে না বাঁশবাগানে দেখা

অন্যের বুকে রাখবি মাথা কইরা আমায় একা

চান্দের কিরণ আমায় রাইখা করবি রে তুই ভোর

আমার মন মাঝারে উঠবে সেদিন হৃদয় ভাঙার শোক

শিশিরভেজা চেনা ঘাসে পড়বে না তোর পা

তুই তো বেইমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে ঘা

তুই তো বেইমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে ঘা

ওরে, আমার গায়ের চলন-বলন ভুলবি রে তুই রোজ

আমার মরার খবর শুনলে নিবি না তুই খোঁজ

ওরে, আমার গায়ের চলন-বলন ভুলবি রে তুই রোজ

আমার মরার খবর শুনলে নিবি না তুই খোঁজ

স্মৃতিভরা সাধের পিরিত দিয়া বন্ধু কবর

আদর-সোহাগ দিতি যারে নিলি না খবর

শিশিরভেজা চেনা ঘাসে পড়বে না তোর পা

তুই তো বেইমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে ঘা

তুই তো বেইমান থাকবি সুখে কইরা আমার কলিজাতে ঘা

Altro da Adnan Kabir

Guarda Tuttologo

Potrebbe piacerti