menu-iconlogo
logo

কোন কাননের ফুল গো || Kon kanoner ful go

logo
avatar
Akash Mahmudlogo
christofferwillumsennrlogo
Canta nell'App
Testi
হে হে আ আ আ আ

হে আ আ আ

কোন কাননের ফুল গো তুমি

কোন আকাশের চাঁদ গো তুমি

কোন রাখালের মধুর বাঁশির ধুম ও ও

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

কোন ফাগুনের কোকিল তুমি

কোন নয়নের কাজল তুমি

ভ্রমর হয়ে করো যে গুন গুন ও ও

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

ইচ্ছা করে তোমায় ধরে বন্ধি করে রাখি

একটি বারে হওনা কন্যা আমার খাঁচার পাখি

জীবন দিলাম যৌবন দিলাম নাই যে কিছু বাকি

দিবা নিশি তোমার স্বপন আমার মনে আকি..

যেদিন তোমায় প্রথম দেখি.

সেই দিন থেকে আমি একি

তোমার প্রেমে হয়ে গেলাম খুন ও ও..

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোন

ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোন

দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে করে

তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে

এতো পরে আইলা কেন আগে আইলা না

আমার মনের ঠিকানা কি খুঁইজা পাইলানা

আমি ছিলাম মরুভুমি

বৃষ্টি হয়ে আইলা তুমি

ঝড়া বনে আনলা যে ফাগুন ও ও..

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

কোন কাননের ফুল গো তুমি

কোন আকাশের চাঁদ গো তুমি

কোন রাখালের মধুর বাঁশির ধুম ও ও

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

জ্বালাইলা আগুন বুকে জ্বালাইলা আগুন

কোন কাননের ফুল গো || Kon kanoner ful go di Akash Mahmud - Testi e Cover