menu-iconlogo
logo

Bochor Ghure Abar pujo Aaslo💃🏻RABIN💃🏻

logo
avatar
Akash Senlogo
☞🌹🇷ᴀʙɪɴ💓🇭ᴀʟᴅɪᴀ,🌹☜logo
Canta nell'App
Testi
Durga Puja special song ?2023?

Singer-Akash sen

ছেলে-বছর ঘুরে আবার পুজো আসলো

বছর ঘুরে আবার পুজো আসলো

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

মেয়ে-হায় বছর ঘুরে আবার পুজো আসলো

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

ছেলে- মায়ের মুখে মধুর হাসি

সবার প্রানে আনলো খুশি

ঢ্যা্্ কুরাকুর ঢাকে কাঠি পড়লো,

মেয়ে-ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

ছেলে-বছর ঘুরে আবার পুজো আসলো

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

(M+F)-জয় মা দূর্গা দূর্গা দূর্গা

জয় মা দূর্গা দূর্গা দূর্গা,,,

মেয়ে-দুর্গতিনাশিনী মা গো আমার,

দুর্গতি দূর করে দাওগো সবার।

ছেলে- মহিষাসুরমর্দিনী মা গো আমার,

পাপের বিনাশ করে ঘোচাও আঁধার।

মেয়ে- মায়ের মুখে মধুর হাসি

সবার প্রানে আনলো খুশি

ঢ্যা্্ কুরাকুর ঢাকে কাঠি পড়লো'

ছেলে- ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

আরে বছর ঘুরে আবার পুজো আসলো

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

(M+F)-বলো দূর্গা মাইকি, জয়,,,,,,

বলো দূর্গা মাইকি, জয়,,,,,,

ছেলে- জগৎ জননী মাগো দশভূজা

জগৎ জুড়ে আজ তোমার পূজা,

মেয়ে- মঙ্গলকারিনী মাগো দশভূজা

তোমার কৃপায় ফকির হয় যে রাজা।

ছেলে-মায়ের মুখে মধুর হাসি

সবার প্রানে আনলো খুশি

ঢ্যা্্ কুরাকুর ঢাকে কাঠি পড়লো'

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

মেয়ে- বছর ঘুরে আবার পুজো আসলো

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

ছেলে-বছর ঘুরে আবার পুজো আসলো

ঢাকের তালে মনটা যে তাই নাচলো।

(M+F)-জয় মা দূর্গা দূর্গা দূর্গা

জয় মা দূর্গা দূর্গা দূর্গা

জয় মা দূর্গা দূর্গা দূর্গা

জয় মা দূর্গা দূর্গা দূর্গা।

সমাপ্ত

শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Bochor Ghure Abar pujo Aaslo💃🏻RABIN💃🏻 di Akash Sen - Testi e Cover