menu-iconlogo
huatong
huatong
avatar

Dhim Tana Dhim Tana

Akriti Kakarhuatong
flyingbluehuatong
Testi
Registrazioni
মনে রং লেগেছে, বসন্ত এসেছে

খুশিতে মেতেছে জীবন

মনে রং লেগেছে বসন্ত এসেছে

খুশিতে মেতেছে জীবন

আইরে আই সবাই মিলে, বিজবো এ লালে নীলে

বাজারে বাজা মাদুল আজ খুশির এ তালে তালে

ধিন তানা ধিন তানা তা না না না

আজ বাজেরে নাচেরে মন শোনে না মানা

ধিন তানা ধিন তানা তা না না না

আজ বাজেরে নাচেরে মন শোনে না মানা

রং দিলি রে মনে রং দিলি রে

নান্নারে ওঠে না রে করি কি উপায়

দুর পাহাড়ে ওই পাহাড়ে

সাত সুরে বাঁশি বাজায় কে যে ডেকে যাই

দোলেরে জীবন, দোলে আর বলেরে

ধিন তানা......

ধিন তানা ধিন তানা তা না না না

আজ বাজেরে নাচেরে মন শোনে না মানা

ধিন তানা ধিন তানা তা না না না

আজ বাজেরে নাচেরে মন শোনে না মানা

বোন মহুয়া হায়রে বোন মহুয়া

এই মনে এই প্রাণে নেশা যে ধরাই

রং ফোয়ারা এই রং ফোয়ারা

সাত রং আর স্বপ্ন যে চোখে একে যাই

দোলেরে জীবন, দোলে আর বলেরে

ধিন তানা ধিন তানা তা না না না

আজ নাচেরে নাচেরে মন শোনে না মানা

ধিন তানা ধিন তানা তা না না না

আজ নাচেরে নাচেরে নাচেরে মন শোনে না মানা

Altro da Akriti Kakar

Guarda Tuttologo

Potrebbe piacerti