মেয়েঃ তুমি আমার ই চোখেরি মনি..
তুমি আমার ই চোখেরি মনি
প্রানের ই প্রিয় তুমি সজনী
পারবো না তোমায় হারাতে
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
ছেলেঃ তুমি আমার ই চোখেরি মনি..
তুমি আমার ই চোখেরি মনি
প্রানের ই প্রিয় তুমি সজনী
পারবো না তোমায় হারাতে
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মেয়েঃ তোমায় দেখার পরে এই অন্তরে
কি যেনো হয়ে গেলো
এতো দিনে হৃদয় যেনো
জীবন সাথী খুঁজে পেলো
ছেলেঃ আহা, হা হা, আহা হা হা হা
তোমায় দেখার পরে এই অন্তরে
কি যেনো হয়ে গেলো
এতো দিনে হৃদয় যেনো
জীবন সাথী খুঁজে পেলো
মেয়েঃ চোখে চোখে কথা কও যখনি..
চোখে চোখে কথা কও যখনি
কি যেনো এই বুকে হয় তখনি
পারবো না তোমায় হারাতে
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
ছেলেঃ তোমায় পেয়ে মনে এক জীবনে
পূর্ণ হয়েছে আশা
দিনে রাতে চাই পেতে আমি
শুধু তোমার ভালোবাসা..
মেয়েঃ লা লা লা লা লা লা লা লা
তোমায় পেয়ে মনে এক জীবনে
পূর্ণ হয়েছে আশা
দিনে রাতে চাই পেতে আমি
শুধু তোমার ভালোবাসা..
ছেলেঃ জানে রে জানে রে এই ধরনী..
জানে রে জানে রে এই ধরনী
স্বপ্ন আমার ই তুমি এক জন ই
পারবো না তোমায় হারাতে
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মেয়েঃ তুমি আমার ই চোখেরি মনি
প্রানের ই প্রিয় তুমি সজনী
পারবো না তোমায় হারাতে
ছেলেঃ মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..
মেয়েঃ মরন যদি আসে দু জন
মরবো গো একি সাথে..