menu-iconlogo
huatong
huatong
alamgir--cover-image

তুই যে আমার জানের জান

Alamgirhuatong
sheldahornbyhuatong
Testi
Registrazioni
হে..হে..আ.হা. হা. হা.

হো..হো..ও. হো. হো. হো.

তুই যে আমার জানের জান..

তুই যে আমার প্রাণের প্রাণ..

তুই যে আমার জানের জান..

তুই যে আমার প্রাণের প্রাণ..

লাজ শরমের বালাই নাই

কান কথারো মুখে ছাই

আয়না সখী প্রাণ সজনী বুকের মাঝে আয়..

ওরে আমার জানের জান..

ওরে আমার প্রাণের প্রাণ..

শরম ভরোম নাই রে নাই

লাজে ভয়ে মরে যাই

পাগল সখা দারুন রোখা সামাল করা দায়

আপনাদের গানটি ভালো লাগলে অবশ্যই Follow

জোয়ান বয়সের এই জ্বালা....

নেভেনা গাঙেরি জলে...

হায়রে হায় রসিয়া কালা...

কি যে বলে কথার ছলে..

নিভায়ে দেনা জ্বালা সজনী

কাটেনা একা দিবস ও রজনী

ওরে আমার জানের জান..

ওরে আমার প্রাণের প্রাণ..

শরম ভরোম নাইরে নাই

লাজে ভয়ে মরে যাই

পাগল সখা দারুন রোখা সামাল করা দায়

তোর বুকে বেধেছি বাসা....

বিনিসুতার ফুলো ডোরে..

তুই যে আমার ভালবাসা...

জনমো জনমো ধরে..

প্রেমের গাঙে তুইযে তরণী

জোয়ার ভাটায় দেখাএ ধরণী

তুই যে আমার জানের জান..

তুই যে আমার প্রাণের প্রাণ..

লাজ শরমের বালাই নাই

কান কথারো মুখে ছাই

আয়না সখী প্রাণ সজনী বুকের মাঝে আয়..

টুকটুকে রাঙা বউ সাজে....

নিয়ে যাবো আমার ঘরে...

মরি মরি আমি লাজে...

পরাণ জানি কেমন করে..

তুই যে আমার লক্ষ্মী ঘরণী

আদরে সোহাগে সোনা বরণী

ওরে আমার জানের জান..

ওরে আমার প্রাণের প্রাণ..

লাজ শরমের বালাই নাই

কান কথারো মুখে ছাই

পাগল শখা দারুন রোখা সামাল করা দায়

তুই যে আমার জানের জান..

ওরে আমার প্রাণের প্রাণ..

হে তুই যে আমার জানের জান..

ওরে আমার প্রাণের প্রাণ..

হৈ তুই যে আমার জানের জান..

ওরে আমার প্রাণের প্রাণ..

ধন্যবাদ পাশে থাকার জন্য

Altro da Alamgir

Guarda Tuttologo

Potrebbe piacerti