menu-iconlogo
huatong
huatong
avatar

Amar amar ar bhebo na

Amit Kumar/Chandrani Mukherjeehuatong
narirelayshuatong
Testi
Registrazioni
(M) আমার আমার

আর ভেবো না

বুঝতে কেন

আর পারোনা

আমার যেটা

সেটা তোমারও

(F) তোমার তোমার

আর করো না

একা সুখে

মন ভরো না

তোমার যে

সুখ সেটা আমারো

(M) আমার আমার

আর ভেবো না

বুঝতে কেন

আর পারোনা

আমার যেটা

সেটা তোমারও

(F) তোমার তোমার

আর করো না

একা সুখে

মন ভরোনা

তোমার যে সুখ

সেটা আমারো

(M) মিষ্টি মেয়ে গো

মনে রেখো

(F) দুষ্টু ছেলে গো

মনে রেখো

(M) তোমার চোখে

স্বপ্ন এলে

আমার চোখে ভাসে

(F) তোমার মনের

আনন্দেতে

আমার এমন হাসে

(M) তোমার চোখে

স্বপ্ন এলে

আমার চোখে ভাসে

(F) তোমার মনের

আনন্দেতে

আমার এমন হাসে

(M) তোমার প্রাণের গানে

সুর জাগে এ প্রাণে

আলাদা গান

আলাদা প্রাণ

ভাবনাটা তাই ছাড়ো

(F) দুষ্টু ছেলে গো

মনে রেখো

(M) মিষ্টি মেয়ে গো

মনে রেখো

(M) আমার আমার

আর ভেবো না

বুঝতে কেন

আর পারোনা

আমার যেটা

সেটা তোমারো

(F) ও তোমার তোমার

আর করো না

একা সুখে

মন ভরো না

তোমার যে

সুখ সেটা আমারো

গানটি আপলোড

মনের মানুষ গ্রুপ

লিরিক্স: রাজেশ ও

প্রসেনজিৎ আদক

(F) তোমার মুখে

ভাষা এলে

আমার কথা জাগে

(M) তোমার কিছু

লাগলে ভালো

আমার ভালো লাগে

(F) তোমার মুখে

ভাষা এলে

আমার কথা জাগে

(M) তোমার কিছু

লাগলে ভালো

আমার ভালো লাগে

(F) তোমার আলো আশা

আমার ভালোবাসা

মিশেছে তাই

কিছু যে নাই

নিজের বলে কারো

(M) মিষ্টি মেয়ে গো

মনে রেখো

(F) দুষ্টু ছেলে গো

মনে রেখো

(M) আমার আমার

আর ভেবো না

বুঝতে কেন

আর পারোনা

আমার যেটা

সেটা তোমারো

(F) তোমার তোমার

আর করো না

একা সুখে

মন ভরো না

তোমার যে

সুখ সেটা আমারো

(M) মিষ্টি মেয়ে গো

মনে রেখো

(F) দুষ্টু ছেলে গো

মনে র

(M) মনে রেখো

(F)হো মনে রেখো

Altro da Amit Kumar/Chandrani Mukherjee

Guarda Tuttologo

Potrebbe piacerti