menu-iconlogo
huatong
huatong
avatar

আমার জানতে ইচ্ছে করে

Amrik Singh Arorahuatong
Hamid___🆆🅴huatong
Testi
Registrazioni
***অমরিক সিং অরোরা***

আমার,জানতে ইচ্ছে করে মা-গো..

জানতে ইচ্ছে করে, আমার

জানতে ইচ্ছে করে মা-গো..

জানতে ইচ্ছে করে

সৃষ্টির আদিতে.. লোকে

ডাকতো কি নাম… ধরে

তোমায়, ডাকতো কি নাম ধরে

আমার, জানতে ইচ্ছে করে..

তুমি তো রচিলে~মা-গো

নিখিলে এ বিশ্ব

তুমি তো সুচিলে..ভবে,

জীবের ই অস্তি..ত্ব

তুমি তো রচিলে~মা-গো

নিখিলে এ বিশ্ব

তুমি তো সুচিলে..ভবে

জীবের ই অস্তি..ত্ব

তুমি দিলে আহার.. নিদ্রা

দিলে ও তো ক্ষুধা তৃষ্ণা

বাঁচতে দিয়ে মরণ কেন?

জানতে ইচ্ছে করে, আমার,

জানতে ইচ্ছে করে, মা-গো,

জানতে ইচ্ছে করে।

প্রেম যদি দিলে~মা-গো

এই অন্ত..রে

ক্রোধ কেন দিলে..আবার

তাহারি ভিত..রে

প্রেম যদি দিলে~মা-গো

এই অন্ত..রে

ক্রোধ কেন দিলে..আবার

তাহেরি ভিত...রে

হাসতে যারে শিখাইলে,

কাঁদতে কেন তারে দিলে

কার তরে ওকালতি

করছো জীবন ভরে, আমার

জানতে ইচ্ছে করে, মা-গো,

জানতে ইচ্ছে করে

সৃষ্টির আদিতে লোকে

ডাকতো কি না..ম ধরে

তোমায়,ডাকতো কি নাম ধরে

আমার,জানতে ইচ্ছে করে

মা গো…………

মা~~~গো………

মা ~~~গো………

Altro da Amrik Singh Arora

Guarda Tuttologo

Potrebbe piacerti