menu-iconlogo
huatong
huatong
avatar

Amra Moloyo Batashe

Ananyahuatong
psychosexy237huatong
Testi
Registrazioni
আমরা মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু

কুসুমের মধু করিবো পান

ঘুমাবো কেতকি সুবাস শয়নে

চাঁদের কিরণে করিবো স্নান

মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু

কুসুমের মধু করিবো পান

কবিতা করিবে আমারে প্রিজন

প্রেমও করিবে স্বপ্ন সৃজন

কবিতা করিবে আমারে প্রিজন

প্রেমও করিবে স্বপ্ন সৃজন

স্বর্গের পরী হবে সহোচরী

দেবতা করিবে হৃদয়ও দান

মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু

কুসুমের মধু করিবো পান

সন্ধ্যার মেঘে ভরিবো দুকূল

ইন্দ্রধনুরে চন্দ্রহার

তারায় করিবো কর্ণেরও দুল

জড়াবো গায়েতে অন্ধকার

সন্ধ্যার মেঘে ভরিবো দুকূল

ইন্দ্রধনুরে চন্দ্রহার

তারায় করিবো কর্ণেরও দুল

জড়াবো গায়েতে অন্ধকার

বাস্পের সনে আকাশে উঠিব

বৃষ্টির সনে ধরায় লুটিবো

বাস্পের সনে আকাশে উঠিব

বৃষ্টির সনে ধরায় লুটিবো

সিন্ধুর সনে সাগর ছুটিবো

ঝঞ্ঝার সনে গাহিবো গান

মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু

কুসুমের মধু করিবো পান

ঘুমাবো কেতকি সুবাস শয়নে

চাঁদের কিরণে করিবো স্নান

মলয়ো বাতাসে ভেসে যাবো শুধু

কুসুমের মধু করিবো পান

মলয়ো বাতাসে

কুসুমের মধু করিবো পান

Altro da Ananya

Guarda Tuttologo

Potrebbe piacerti