menu-iconlogo
huatong
huatong
andrew-kishore-amar-buker-vitor-cover-image

Amar Buker Vitor

Andrew Kishorehuatong
plchalloranhuatong
Testi
Registrazioni
(ছেলে) আমার বুকের ভিতর ঘর বানাইছি

সব দরজা বন্ধ করছি

তারি মাঝে তোরে রাখছি

কেউনা জেনো যানে

এমনি কইরা লুকাইয়া থাক

বুকেরি মাঝ খানে.

এমনি কইরাই লুকাইয়া থাক

বুকেরি মাঝ খানে ।

(মেয়ে) আমার বুকের ভিতর ঘর বানাইছি

সব দরজা বন্ধ করছি

তারি মাঝে তোরে রাখছি

কেউনা জেনো যানে

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে.

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে ।

(ছেলে) বুকের চালে ছিদ্র করছি

আসতে চান্দের আলো

তোর মুখেতে পরলে আলো

দেখতে লাগবে ভালো রে

দেখতে লাগবে ভালো.

(মেয়ে) এতো ভালো ভালো নয়রে

এতো সুখ কি প্রানে সয়রে

এতো ভালো ভালো নয়রে

এতো সুখ কি প্রানে সয়রে.

মেঘনার জলে যায়না পিয়াস.বলেছে লালনে

এমনি কইরাই লুকাইয়া রাখ বুকেরি মাঝ খানে.

(ছেলে) আমার বুকের ভিতর ঘর বানাইছি

সব দরজা বন্ধ করছি

তারি মাঝে তোরে রাখছি

কেউনা জেনো যানে.

(মেয়ে) এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে

(ছেলে) এমনি কইরাই লুকাইয়া থাক

বুকেরি মাঝ খানে ।

প্রেমের সূতায় বান্দা.

সুরে তারে যেমন বান্দে

গানেরি সারিন্দারে.গানেরি সারিন্দা

(মেয়ে) গেনি গুণী ভাইবা কয়রে

এতো পীরিত ভালো নয়রে

গেনি গুণী ভাইবা কয়রে

এতো পীরিত ভালো নয়রে.

রাধার কান্দন নিয়া ভইছে.যমুনাই উজানে

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে.

(ছেলে) আমার বুকের ভিতর ঘর বানাইছি

সব দরজা বন্ধ করছি

তারি মাঝে তোরে রাখছি

কেউনা জেনো যানে

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে.

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে .

(মেয়ে) আমার বুকের ভিতর ঘর বানাইছি

সব দরজা বন্ধ করছি

তারি মাঝে তোরে রাখছি

কেউনা জেনো যানে

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে.

এমনি কইরাই লুকাইয়া রাখ

বুকেরি মাঝ খানে ।

Altro da Andrew Kishore

Guarda Tuttologo

Potrebbe piacerti