সবাইতো ভালবাসা চায়
সাবিনা ইয়াসবিন ও এন্ডূকিশুর
জিবন সাথী
.......
সবাইতো ভালবাসা চায়
কেউ পায় কেউ বা হারায়
তাতে প্রেমিকের কি আসে যায়
সবাইতো ভালবাসা চায়
কত কাল কত সাধনায় তারে
একদিন কাছে পাওয়া যায়
সবাইতো ভালবাসা চায়
জিবন সাথী
.............
ঐ ফুল চায় গানে গানে ফাগুন আসুক
কলি চায় রঙ্গে রঙ্গে ফুলেরা হাসুক
ফুল চায় গানে গানে ফাগুন আসুক
কলি চায় রঙ্গে রঙ্গে ফুলেরা হাসুক
আমি চাই তুমি আস
চুপি চুপি ভালবাস এই নিরালায়
সবাইতো ভালবাসা চায়
কেউ পায় কেউ বা হারায়
তাতে প্রেমিকের কি আসে যায়
সবাইতো ভালবাসা চায়
জিবন সাথী
...........
ঐ নদী চায় বারে বারে সাগর ডাকুক
ত্রু চায় লতা তারে জড়িয়ে রাখুক
নদী চায় বারে বারে সাগর ডাকুক
ত্রু চায় লতা তারে জড়িয়ে রাখুক
আমি চাই তুমি ডাক
পথও চেয়ে বসে থা্কো আমারই আশায়
সবাইতো ভালবাসা চায়
কেউ পায় কেউ বা হারায়
তাতে প্রেমিকের কি আসে যায়
সবাইতো ভালবাসা চায়
কত কাল কত সাধনায় তারে
একদিন কাছে পাওয়া যায়
সবাইতো ভালবাসা চায়
.............