menu-iconlogo
huatong
huatong
avatar

Jibon Re

Arindomhuatong
nferguson1huatong
Testi
Registrazioni
ও জীবন রে

তুই ছাড়িয়া যাসনে মোরে

তুই, জীবন, ছাড়িয়া গেলে

আদর করবে কে, জীবন রে

ভাবতে পারছি না তুই ছাড়া

খুঁজছে তোকে সব চিন্তারা

ভাবতে পারছি না তুই ছাড়া

খুঁজছে তোকে সব চিন্তারা

সব খালি খালি লাগে সবসময়

কেন শুধু শুধু বল কষ্ট হয়

তোকে পাবো না ভেবে করছে ভয় আমার

সব খালি খালি লাগে সবসময়

কেন শুধু শুধু বল কষ্ট হয়

তোকে পাবো না ভেবে করছে ভয় আমার

বল না কী দোষ করেছি

এই নে, দু′কান ধরেছি

আজ ক্ষমা করে দে আমায়

ও জীবন রে

তুই ছাড়িয়া যাসনে মোরে (ছাড়িয়া যাসনে মোরে)

তুই, জীবন, ছাড়িয়া গেলে

আদর করবে কে, জীবন রে

কান্না পাচ্ছে খুব, শোন না তুই

স্বপ্নে দিলে ডুব, তোকে ছুঁই

কান্না পাচ্ছে খুব, শোন না তুই

স্বপ্নে দিলে ডুব, তোকে ছুঁই

কেন চলে গেলি দূরে, জানি না

মন খুঁজে খুঁজে ফেরে ঠিকানা

তোকে ছাড়া কেন প্রাণ বাঁচে না আমার

সব খালি খালি লাগে সবসময়

কেন শুধু শুধু বল কষ্ট হয়

তোকে পাবো না ভেবে করছে ভয় আমার

বল না কী দোষ করেছি

এই নে, দু'কান ধরেছি

আজ ক্ষমা করে দে আমায়

ও জীবন রে

তুই ছাড়িয়া যাসনে মোরে (ছাড়িয়া যাসনে মোরে)

তুই, জীবন, ছাড়িয়া গেলে

আদর করবে কে, জীবন রে

তুই, জীবন, ছাড়িয়া গেলে

আদর করবে কে, জীবন রে

তুই, জীবন, ছাড়িয়া গেলে

আদর করবে কে, জীবন রে

Altro da Arindom

Guarda Tuttologo

Potrebbe piacerti