menu-iconlogo
huatong
huatong
arjama-brupak-tiary-koto-onurag-cover-image

Koto Onurag

Arjama B/Rupak Tiaryhuatong
ubermousehuatong
Testi
Registrazioni
ছুঁয়ে গেছে মন কত অনুরাগ শ্রাবণ বৃষ্টিধারায়

ধুয়ে মুছে ব্যথাগুলো বাঁচার অন্য ঠিকানায়

ঘর সাজাবার স্বপ্ন দেখি একা বসে আঙিনায়

দুপুর গড়ায়, সন্ধ্যা নামে অজানা বেদনায়

মেঘে মেঘে ছেয়ে গেছে নীল নীল আকাশ

মনের ভাঁজে ছুঁয়ে যায় দখিনা বাতাস

উঁকি দেয় ফালি চাঁদ অসময়ী আলো খোলা জানালায়

কত অনুরাগ শ্রাবণ বৃষ্টিধারায়

ছুঁয়ে গেছে মন কত অনুরাগ শ্রাবণ বৃষ্টিধারায়

ধুয়ে মুছে ব্যথাগুলো বাঁচার অন্য ঠিকানায়

রামধনু সাত রঙে এঁকে দিলো কত ছবি

আমার আকাশ জুড়ে, আমার আকাশ জুড়ে

রামধনু সাত রঙে এঁকে দিলো কত ছবি

আমার আকাশ জুড়ে, আমার আকাশ জুড়ে

কথাগুলি গান হয়ে বেজে গেল এক অচেনা সুরে

এক অচেনা সুরে, এক অচেনা সুরে

বেলা শেষে দেখা পাই অসময়ী আলো খোলা জানালায়

জলমাখা রোদ গায়ে হেঁটে যাই তোমার ঠিকানায়

বেলা শেষে দেখা পাই অসময়ী আলো খোলা জানালায়

জলমাখা রোদ গায়ে হেঁটে যাই তোমার ঠিকানায়

ছুঁয়ে গেছে মন কত অনুরাগ শ্রাবণ বৃষ্টিধারায়

ধুয়ে মুছে ব্যথাগুলো বাঁচার অন্য ঠিকানায়

ছুঁয়ে গেছে মন কত অনুরাগ শ্রাবণ বৃষ্টিধারায়

ধুয়ে মুছে ব্যথাগুলো বাঁচার অন্য ঠিকানায়

Altro da Arjama B/Rupak Tiary

Guarda Tuttologo

Potrebbe piacerti