menu-iconlogo
logo

তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি

logo
avatar
arjitlogo
𓅓.⚔⃟𝐑𝐔𝐁𝐄𝐋⚔⃟🇧🇩𝄞🅢🅣🅢𝄞logo
Canta nell'App
Testi
তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি

ঐ চোখের চাওয়াতে, প্রেম আজও দেখিনি

দুরে তবু দূরে,সরে থাকতে পারিনি

কাছে এসে কেন,কাছে আসতে পারিনি

আমি আজও বুঝিনি,আমি আজও বুঝিনি

তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি

ঐ চোখের চাওয়াতে, প্রেম আজও দেখিন

[?]

===========

সুরে সুরে গানে কবিতায়,তোমাকেই খুঁজে মন

তবু হায় তুমি দাওনা ধরা

ও...বারে বারে কথা থেমে যায়

আরও একা এ জীবন

মনে হয় থাকি দিশেহারা

মনের অনুরাগে বাজে এ কোন রাগিণী

কাছে এসে কেন,কাছে আসতে পারিনি

আমি আজও বুঝিনি,আমি আজও বুঝিনি

তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি

ঐ চোখের চাওয়াতে, প্রেম আজও দেখিনি

[?]

==========

এলোমেলো ঝড় এই বুকে, কিছুতেই থামেনা

কমেনা তবু ভালবাসা

ও...মেঘে মেঘে ঢাকা দুচোখে আসা রোদ উঠেনা

কাটেনা ধোঁয়া ধোঁয়া কুয়াশা

বুকের ব্যথা দাগে,লেখো এ কোন কাহিনী

কাছে এসে কেন,কাছে আসতে পারিনি

আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি

তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি

ঐ চোখের চাওয়াতে, প্রেম আজও দেখিনি

[THANK YOU]

তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি di arjit - Testi e Cover