menu-iconlogo
huatong
huatong
avatar

Je Chilo Amaar

Arpanhuatong
DrArpanChowdhuryhuatong
Testi
Registrazioni
যে ছিল আমার স্বপনচারিণী

তারে বুঝিতে পারি নি।

দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥

শুভক্ষণে কাছে ডাকিলে,

লজ্জা আমার ঢাকিলে গো,

তোমারে সহজে পেরেছি বুঝিতে॥

কে মোরে ফিরাবে অনাদরে,

কে মোরে ডাকিবে কাছে,

কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে,

এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে--

আমি তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥

Altro da Arpan

Guarda Tuttologo

Potrebbe piacerti

Je Chilo Amaar di Arpan - Testi e Cover