🎵গানঃ শুধু একবার বলতে পারোনা
🎤শিল্পীঃ আসিফ আকবর এবং কনকচাঁপা
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409
🙎♂️ছেলেঃ ও শুধু একবার বলতে পারো না?
তুমি আমার অন্য কারো না।
আমি তোমার জন্য দিওয়ানা দিওয়ানা।
শুধু একবার বলতে পারো না?
তুমি আমার অন্য কারো না।
আমি তোমার জন্য দিওয়ানা দিওয়ানা।
জানে রে অন্তরযামী নিশ্বাস আমার তুমি,
জানে রে অন্তরযামী নিশ্বাস আমার তুমি,
তোমাকে হারালে আর বাচবো না।
লারা লাইলা লাই লায়লা লে,
লারা লাইলা লাই লায়লা লে,
লারা লাইলা লাই লাই লায়লা লে,
ও শুধু একবার বলতে পারো না?
তুমি আমার অন্য কারো না।
আমি তোমার জন্য দিওয়ানা দিওয়ানা।।
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409
🙎♂️ছেলেঃ ও চোখেরই নীলে, মনেরই ঝিলে,
ডুবেছি ভেসেছি, প্রেমেতে মরেছি,
বলো না কোথায় ছিলে?
🙍♀️মেয়েঃ ছিলাম একা, দিলে যে দেখা,
দেখেই তো বুঝেছি, তোমাকে খুজেছি,
হৃদয়ে ছিল লেখা।
🙎♂️ছেলেঃ তুমি ছাড়া, দিশেহারা,
পাগল পাগল হয় যে মন।
🙍♀️মেয়েঃ হলো একি, তোমায় দেখি,
চারিদিকে সারাক্ষন।
🙎♂️ছেলেঃ লারা লাইলা লাই লায়লা লে,
লারা লাইলা লাই লায়লা লে,
লারা লাইলা লাই লাই লায়লা লে,
শুধু একবার বলতে পারো না?
তুমি আমার অন্য কারো না।
আমি তোমার জন্য দিওয়ানা, দিওয়ানা।।
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409
🙍♀️মেয়েঃ প্রাণেরই মাঝে, সকাল সাঝে,
তোমারই ছবিটা, প্রেমেরই কবিতা,
সুখেরই নুপুর বাজে।
🙎♂️ছেলেঃ তোমারই হাসি, করে উদাসী,
কী হলো জানি না, কিছু তো মানি না,
তোমাকে ভালবাসি।
🙍♀️মেয়েঃ হলো একি, তোমায় দেখি,
চারিদিকে সারাক্ষন।
🙎♂️ছেলেঃ তুমি ছাড়া, দিশেহারা,
পাগল পাগল হয় যে মন।
লারা লাইলা লাই লায়লা লে,
লারা লাইলা লাই লায়লা লে,
লারা লাইলা লাই লাই লায়লা লে।।
👉Upload by❤༺𒆜𝐀𝐑.𝙍𝙪𝙢𝙞𒆜༻❤👈
ID---13372553409