menu-iconlogo
huatong
huatong
avatar

Beche Achi Morar Moto

Atif Ahmed Niloyhuatong
Danger-zonehuatong
Testi
Registrazioni
ছেলেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

মেয়েঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুজবি আমায়

সেইদিনতো পাবিনা।

ছেলেঃ] ভালোবাসা মিথ্যে ছিলো।

সবই ছিলো ছলনা-।

পাষান বন্ধু কোনোদিনো

তুইতো ক্ষমা পাবিনা।

মেয়েঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

ছেলেঃ] পরে রবে আমার সৃতি কাঁদাবে তোমারে।

আমি আজও তোমায় খুঁজি তুমি খুজো কাহারে।

পরে রবে আমার সৃতি কাঁদাবে তোমারে।

আমি আজও তোমায় খুঁজি তুমি খুজো কাহারে।

মেয়েঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

ছেলেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

মেয়েঃ] আজ ঘুম আসেনা মন মানেনা।

আমার তুমিটা কই।

একসাথে ঘুমাবো বলে

তাইতো আজও জেগে রই।

ঘুম আসেনা মন মানেনা-।

আমার তুমিটা কই।

একসাথে ঘুমাবো বলে

তাইতো আজও জেগে রই।

ছেলেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

দুজনেঃ] বেঁচে আছি মরার মতো।

আমি কেন মরিনা।

মরে গেলে খুঁজবি আমায়

সেইদিনতো পাবিনা।

Altro da Atif Ahmed Niloy

Guarda Tuttologo

Potrebbe piacerti

Beche Achi Morar Moto di Atif Ahmed Niloy - Testi e Cover