menu-iconlogo
huatong
huatong
atiya-anisha-ranas-library-din-gelo-by-habib-cover-image

Rana’s Library – Din Gelo by Habib দিন গেল

Atiya Anishahuatong
Rana_E_R_S..huatong
Testi
Registrazioni
দিন গেল তোমার পথ চাহিয়া

Singer: Atiya Anisha

Arranged By Rana

*************

*************

যার লাগি তরী বেয়ে যায়

জীবন গতি সেই জনা কি রেখেছে খবর

কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে

বুঝি না কেবা আপন, কে বা পর

যার কথা মন ভেবে যায়

যার ছবি মন এঁকে যায়

ও... যারে হায় এই মনে চায়

জীবনে পাব কি তার দেখা

সহে না যাতনা তোমারো আশায় বসিয়া

মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া

পুড়ি আমি আগুনে

ও... ও... ও...

দিন গেল তোমার পথ চাহিয়া

মন পোড়ে সখি গো কার লাগিয়া

যারে ভাবি প্রতি রাতে

কার ইশারাতে

তোমারে খুঁজে যাই স্বপনে

আশার পথ চেয়ে রই প্রতিটি প্রহর

কখনো বা শ্রাবণ আনমনে

যার কথা মন ভেবে যায়

যার ছবি মন এঁকে যায়

ও... যারে হায় এই মনে চায়

জীবনে পাব কি তার দেখা

সহে না যাতনা তোমারো আশায় বসিয়া

মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া

পুড়ি আমি আগুনে

ও... ও... ও...

দিন গেল তোমার পথ চাহিয়া

মন পোড়ে সখি গো কার লাগিয়া

==ধন্যবাদ==

Altro da Atiya Anisha

Guarda Tuttologo

Potrebbe piacerti