তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে
বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে
মনে পড়ে শুধু তোমারি কথা এই জোছনাতে
তাই গাইছি আমি এই গান তোমায় নিয়ে
মনে পড়ে সেই মিষ্টি সকাল
মনে জাগে মোর আশা
আসবে তুমি আমার কাছে নিয়ে ভালোবাসা
মনে পড়ে যায় তোমার হাতের
স্নিগ্ধ সেই স্পর্শ
মনে পড়ে যে তুমি আমায় কত ভালবাস
তাই আমি গাইছি এই গান তোমায় নিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে এই জোছনাতে
রাত যে শেষ হয়ে আসে তোমার কথা ভেবে
মনের এই অস্থিরতা দূর হয় না যে
ভাবছি আমি তোমার কথা ভাবছি একা বসে
ভাবছি আমি কখন পাবো তোমায় খুব কাছে
তাই আমি গাইছি এই গান তোমায় নিয়ে
তেপান্তরের মাঠ পেরিয়ে এই জোছনাতে
তেপান্তরের মাঠ পেরিয়ে অনেক দূরে
বসে আছি আমি একাকী তোমায় ছেড়ে
মনে পড়ে শুধু তোমারি কথা এই জোছনাতে
তাই গাইছি আমি এই গান তোমায় নিয়ে