menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Daklei Phirbo

AvoidRafahuatong
preppy1275huatong
Testi
Registrazioni
এক পা বাড়াও তুমি

আমিও এক পা বাড়াই

এক পা দু'পা চার পা করে

চলো পাশাপাশি দাঁড়াই!

তোমার আমার একটাই আকাশ

চাঁদ-সূর্যও একটাই

সে আকাশের এক বিকেলে চলো

তুমি ঘুড়ি , আমি নাটাই।

তুমি ওড়ালে উড়বো আমি

তুমি পোড়ালে- পুড়বো

তুমি বললেই হারাবো আমি

তুমি ডাকলেই ফিরবো।

তুমি ওড়ালে উড়বো আমি

তুমি পোড়ালে- পুড়বো

তুমি বললেই হারাবো আমি

তুমি ডাকলেই ফিরবো।

হয়তো বা যদি হবো

আমি তোমার নদী হবো

মুখ ফুটে শুধু বলো তুমি

আমি জোৎস্না হবো

ভরা বর্ষায় হাসনা হবো

ঘুম ভাঙাবো অথবা হবো ঘুমই!

কাউকে বলা বারণ হবো

কারণ বা অকারণ হবো

দেখো হাত রেখে শুধু হাতে

লুকানো নীলখাম হবো

প্রিয় ডাকনাম হবো

ডেকো, মন খারাপের রাতে!

তুমি ওড়ালে উড়বো আমি

তুমি পোড়ালে- পুড়বো

তুমি বললেই হারাবো আমি

তুমি ডাকলেই ফিরবো।

তুমি ওড়ালে উড়বো আমি

তুমি পোড়ালে- পুড়বো

তুমি বললেই হারাবো আমি

তুমি ডাকলেই ফিরবো।

Altro da AvoidRafa

Guarda Tuttologo

Potrebbe piacerti

Tumi Daklei Phirbo di AvoidRafa - Testi e Cover