menu-iconlogo
huatong
huatong
avatar

মরিব মরিব দাও গো বিদায়

Ayub Bachchuhuatong
rwurl2000huatong
Testi
Registrazioni
.......

......

কি সুখে আছি

দেখে না কেহ

ভেতরে ব্যথা যে ভীষণ

কি দু: খে আছি

জানে না কেহ

কি হবে রেখে এই জীবন

ক্ষয়েছে হৃদয়

হয়েছে ব্যাধি

আর তো বেশিদিন বাচব না হায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

.......

......

বক্ষ জুড়ে যার

রয়ে যায় হাহাকার

করেছিল দেহ অনশন

তবুও সংশয়

হয়তবা আসবে

নারে না সবই যে প্রহসন

তৃষারও জল নিয়ে যে আসেনা

তার কাছে কি কেউ করুণা চায়....

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

.......

......

শিশির শিউলি

যেভাবে ঝড়ে যায়

আমিও গিয়েছি যে ঝড়ে..

অন্য কেউ হোক তার চিরসাথী

আপন যেন করে তারে

তাকে বলে দাও

আমাকে ভাসালো

আন্য কাউওকে যেন না ভাসায়...

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

.......

......

কি সুখে আছি

দেখে না কেহ

ভেতরে ব্যথা যে ভীষণ

কি দু: খে আছি

জানে না কেহ

কি হবে রেখে এই জীবন

ক্ষয়েছে হৃদয়

হয়েছে ব্যাধি

আর তো বেশিদিন বাচব না হায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

মরিব মরিব

দাও গো বিদায়

মরিব মরিব

মরিব মরিব

দাও গো বিদায়

মরিব মরিব

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

দাও গো বিদায়

সে যেন আসে না দেখতে আমায়

মরিব মরিব

Altro da Ayub Bachchu

Guarda Tuttologo

Potrebbe piacerti

মরিব মরিব দাও গো বিদায় di Ayub Bachchu - Testi e Cover