শিরোনামঃ কোন অভিযোগ
শিল্পীঃ আইয়ুব বাচ্চু
সুরঃ আইয়ুব বাচ্চু
কথাঃ আশরাফ বাবু
এ্যালবামঃ আলোড়ন (১৯৯৫)
*****
কোন অভিযোগ নেই যে আমার
কোন অভিমান নেই এখন
নেই কোন আজ প্রশ্ন বুকে
কোন চাওয়া পাওয়া নেই আমার
হলো না---
তোমাকে কাছে পাওয়া
না তুমি জানোনা
সঙ্গী আজ বেদনা
আমার ---
কিছু বলোনা আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
ওহো-ও
*****
নিবীড় প্রেমরে নিরব স্মৃতি
শিশির ঘাসে কাঁদে
তুমি দেখলে নাযে দুঃখটা
নিবীড় প্রেমরে নিরব স্মৃতি
শিশির ঘাসে কাঁদে
তুমি দেখলে নাযে দুঃখটা
কিছু বলোনা আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
ওহো-ও
*****
বিষাদ মেঘের হৃদয় আকাশ
আবির হীনা শোকে
তুমি জানলেনা আমার কি ব্যাথা
বিষাদ মেঘের হৃদয় আকাশ
আবির হীনা শোকে
তুমি জানলেনা আমার কি ব্যাথা
কিছু বলোনা আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
ওহো-ও
কোন অভিযোগ নেই যে আমার
কোন অভিমান নেই এখন
নেই কোন আজ প্রশ্ন বুকে
কোন চাওয়া পাওয়া নেই আমার
হলো না---
তোমাকে কাছে পাওয়া
না তুমি জানোনা
সঙ্গী আজ বেদনা
আমার ---
কিছু বলোনা আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
কিছু বলোনা আমায়
তুমি ছাড়া আমি একাকী হায়
কি যে যন্ত্রণা আমার
এভাবে কি বেঁচে থাকা যায়
ওহো-ও