menu-iconlogo
huatong
huatong
avatar

ঠান্ডা ঠান্ডা অঙ্গে আমার

Babu Baparyihuatong
☞𓅓🔰𝑹𝑨𝑭𝑰_𝑲𝑫𓅓⚔⃟🇧🇩🅱🅰🅰🇧🇩huatong
Testi
Registrazioni
লিরিকঃ ঠাণ্ডা ঠাণ্ডা অঙ্গে আমার

শিল্পীঃ খালিদ হাসান মিলু ও শাকিলা জাফর

ছায়াছবিঃ বুকের ভিতর আগুন

মেয়েঃ ঠাণ্ডা ঠাণ্ডা অঙ্গে আমার

লেগেছে প্রেমেরই আগু~ন

নিভাতে গিয়ে তুমি যে

জ্বেলেছো আরও দ্বিগু..ণ

ছেলেঃ সুখ সুখ লাগে আমার

এ আগুন জ্বলছে জ্বলু~ক

এমনি করে চিরদিন

প্রেম প্রেম খেলা চলু..ক

মেয়েঃ আমার ভেজা ভেজা ঠোঁটে

তুমি পরশ দিয়ে যাও

থাকো ভ্রমর হয়ে তুমি

সব মধু নিয়ে যাও

ছেলেঃ তোমার রূপেরই সাগরে

আমি ডুবে যেতে চাই

আরও আপন করে তোমায়

আজ কাছে পেতে চাই

মেয়েঃ ঠাণ্ডা ঠাণ্ডা অঙ্গে আমার

লেগেছে প্রেমেরই আগু~ন

নেভাতে গিয়ে তুমি যে

জ্বেলেছো আরও দ্বিগু..ণ

মেয়েঃ আমার লজ্জা লজ্জা লাগে

তুমি বুকে টেনে নাও

কী কথা আমার মনে

তুমি সবই জেনে নাও

ছেলেঃ তোমার লজ্জারাঙা হাসি

বড় মধুর লাগে যে

তোমার এই রূপ যেন বিজলী

বুকে তুফান জাগে যে

মেয়েঃ ঠাণ্ডা ঠাণ্ডা অঙ্গে আমার

লেগেছে প্রেমেরই আগু~ন

নেভাতে গিয়ে তুমি যে

জ্বেলেছো আরও দ্বিগু..ণ

ছেলেঃ সুখ সুখ লাগে আমার

এ আগুন জ্বলছে জ্বলু~ক

এমনি করেই চিরদিন

প্রেম প্রেম খেলা চলু..ক

Altro da Babu Baparyi

Guarda Tuttologo

Potrebbe piacerti

ঠান্ডা ঠান্ডা অঙ্গে আমার di Babu Baparyi - Testi e Cover