menu-iconlogo
logo

Ektuku choa lage by Babul supriyo and Shreya ghoshal

logo
Testi
Maleএকটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি

একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি

তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

This karaoke track is created by

Sajeev Sharma

কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা

কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা

তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি

তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি

রচি মম ফাল্গুনি।

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

This karaoke track is created by

Sajeev Sharma

Femaleযেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে

যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে

চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে

যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে

যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে

তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি,

তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি

রচি মম ফাল্গুনি।

Both একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি

তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী,

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।

একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি

Ektuku choa lage by Babul supriyo and Shreya ghoshal di Babul Supriyo/Shreya Ghoshal - Testi e Cover