menu-iconlogo
huatong
huatong
avatar

HD"চাঁদনী রাতে বাঁশি শুনে

Badhon Modakhuatong
Shahriar-Islamhuatong
Testi
Registrazioni
চাঁদনী _রাতে _বাঁশি _শুনে

Room_____No_____774278

=====?=====

[M] চাঁদনী রাতে , , ,

চাঁদনী রাতে বাঁশি শুনে

তোমার কাছে ছুটে আসি

তুমি কেন বোঝনা

তোমায় কতো ভালোবাসি

[F] চাঁদনী রাতে পাগল হয়ে

তোমার কাছে ছুটে আসি

তুমি কেন বোঝনা

তোমায় কতো ভালোবাসি

=====?=====

Room_____No_____774278

=====?=====

[M] বুকের কাছে আমায় টেনে

মনের কথা যাও না জেনে

তোমার ছোঁয়া যখন লাগে

অঙ্গে আমার কাঁপন জাগে

আ হা হা ও হো হো

হু হু আ হা হা

[F] তোমার মাঝে চিরতরে

হারিয়ে যেতে ইচ্ছে করে

আমার দুটিই চোখের তাঁরা

তোমার প্রেমে দিশেহারা

[M] চাঁদনী রাতে বাঁশি শুনে

তোমার কাছে ছুটে আসি

তুমি কেন বোঝনা

তোমায় কতো ভালোবাসি

=====?=====

Room_____No_____774278

=====?=====

[F] তুমি যদি যাও হারিয়ে

থাকবো আমি কি নিয়ে

হাজার বছর যদি বাঁচি

তোমারি রবো তোমারি আছি

ও হো হো আ হা হা

হু হু হু আ হা হা

[M] এতো যে সুখ সইবে কিনা

সে কথা কেউ জানেনা

চাঁদকে মোরা সাক্ষী রেখে

প্রেমের ছবিই যাবো এঁকে

[F] চাঁদনী রাতে বাঁশি শুনে

তোমার কাছে ছুটে আসি

তুমি কেন বোঝনা

তোমায় কতো ভালোবাসি

[M] চাঁদনী রাতে পাগল হয়ে

তোমার কাছে ছুটে আসি

তুমি কেন বোঝনা

তোমায় কতো ভালোবাসি

[F] তোমায় কতো ভালোবাসি

[M] তোমায় কতো ভালোবাসি

[F] তোমায় কতো ভালোবাসি

====?====

Thanks for all

Altro da Badhon Modak

Guarda Tuttologo

Potrebbe piacerti