menu-iconlogo
huatong
huatong
bappa-chite-fotai-dao-na-tumi-cover-image

Chite Fotai Dao Na Tumi

Bappahuatong
saddledoll3huatong
Testi
Registrazioni
ছিটেফোঁটাই দাও না তুমি বৃষ্টির এক কণা

আমার মত কেউ বোঝেনা না পাওয়ার যন্ত্রণা।

না পাওয়াতে এই জীবনের অর্ধেক গেল কেটে

না পেয়ে মনের তিয়াস কেমন করে মেটে?

সূর্যটাকে চাইনা আমি দাও রোদের এক কণা

আমার মত কে বোঝে আর না পাওয়ার সে যন্ত্রণা?

কেউ বোঝেনা

একটু দিলে খুব বেশী কি যাবে তোমার কমে?

একটু পেলে আমারও তো খানিকটা সুখ জমে।

উজাড় করে নাই বা দিলে, দাও হৃদয়ের এক কণা

আমার মত কে বোঝে আর হৃদয়ের যন্ত্রণা?

সূর্যটাকে চাইনা আমি দাও রোদের এক কণা

আমার মত কে বোঝে আর না পাওয়ার সে যন্ত্রণা?

কেউ বোঝেনা

কণায় কণায় সাগর হবে চাইনা যে আমি

ভীষণ খরায় এক বিন্দু জল খুব বেশী দামি।

কণায় কণায় সাগর হবে চাইনা যে আমি

ভীষণ খরায় এক বিন্দু জল খুব বেশী দামি।

সূর্যটাকে চাইনা আমি দাও রোদের এক কণা

আমার মত কে বোঝে আর না পাওয়ার সে যন্ত্রণা?

সূর্যটাকে চাইনা আমি দাও রোদের এক কণা

আমার মত কে বোঝে আর না পাওয়ার সে যন্ত্রণা?

কেউ বোঝেনা

Altro da Bappa

Guarda Tuttologo

Potrebbe piacerti