menu-iconlogo
logo

Jiboner Eto Gulo Din

logo
Testi
জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

পৃথিবীতে ভালোবাস বার

সময় যে অল্প ভারী

শুধু শুধু এতোটা সময়

হারালো যে দোষে তোমারি

আগে এলে তোমাকে নিয়ে

হতো আরো গল্প লিখা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবন যে কতো দিনের

সে কই দিন ভালবেসে যাও

দু,জনাতে হও একাকার

সাগরের স্রোতে ভেসে যাও

একে রঙে হকনা রঙিন

দু,জনারি সপনো রেখা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

জীবনের এতো গুলো দিন

কেটে গেলো একা একা

তুমি কেন আগে আসোনি

আগে কেন দাওনি দেখা

Jiboner Eto Gulo Din di Bappi Lahiri/S. Janaki - Testi e Cover