আমি একটা জিন্দা লাশ 
(বারি সিদ্দিকীর গান) 
আমি একটা জিন্দা লাশ 
কাটিস না রে জংলার বাঁশ 
আমার লাইগা নতুন কইরা 
চিতা সাজাস না 
আমি, পিরিতের অনলে পোড়া 
মরার পরে আমায় পোড়াস না 
তোরা, মরার পরে আমায় পোড়াস না 
আমি একটা জিন্দা লাশ 
কাটিস না রে জংলার বাঁশ 
আমার লাইগা নতুন কইরা 
চিতা সাজাস না 
আমি, পিরিতের অনলে পোড়া 
মরার পরে আমায় পোড়াস না 
তোরা, মরার পরে আমায় পোড়াস না 
প্রেমে পোড়া যায় না চেনা 
দেইখা শুধু মুখ  
চেনা যায় যার জীবনে নাই 
একটুখানি সুখ – 
হায়রে একটুখানি সুখ! 
আমি যদি যাইগো মরে 
আমার লাশটা বুকে ধরে 
আমি যদি যাইগো মরে 
আমার লাশটা বুকে ধরে 
আমার লাইগা বন্ধু তোরা 
কান্না জুড়িস না 
আমি, পীড়িতের অনলে পোড়া 
মরার পরে আমায় পোড়াস না 
তোরা, মরার পরে আমায় পোড়াস না 
বুকের ভিতর মারল অন্তর  
সর্বহারা শোক 
আমার মতো কষ্ট যেন 
পায় না কোন লোক – 
হায়রে, পায়না কোন লোক 
মনেরে বুঝাইলাম কত 
হইল না যে মনের মত 
মনেরে বুঝাইলাম কত 
হইল না যে মনের মত 
মিছে আশায় তারই পিছে 
মন আর ঘুরিস না 
আমি, পীড়িতের অনলে পোড়া 
মরার পরে আমায় পোড়াস না 
তোরা, মরার পরে আমায় পোড়াস না 
আমি একটা জিন্দা লাশ 
কাটিস না রে জংলার বাঁশ 
আমার লাইগা নতুন করে 
চিতা সাজাস না 
আমি, পীড়িতের অনলে পোড়া 
মরার পরে আমায় পোড়াস না – 
তোরা, মরার পরে আমায় পোড়াস না