menu-iconlogo
huatong
huatong
avatar

Sajani go bhalobese eto jwala

Bashir Ahmedhuatong
leaheyixvvhuatong
Testi
Registrazioni
সজনী গো

ভালোবেসে এতো জালা

কেন বলো না

ভালোবেসে এতো জালা

কেন বলো না

দুটি আঁখি নেশা নেশা

মনে জাগে একি তৃষা

বুকতে জলে কামনা

সজনী গো

ভালোবেসে এতো জালা

কেন বলো না

যতো তারে কাছে ডাকি

সে তো ফিরে চায় না

এ রিদয়ে ধরে তবু সুখেরই বায়না

যতো তারে কাছে ডাকি

সে তো ফিরে চায় না

এ রিদয়ে ধরে তবু সুখেরই বায়না

পারি না বোঝাতে পিয়াসী এ রাতে

পারি না বোঝাতে পিয়াসী এ রাতে

পিয়া বিনা ভালো লাগে না

যতো ভাবি ভুলে যাবো

ভোলা তবু যায় না

মনে যে ছায়া ফেলে

মনেরই আয়না

যত ভাবি ভুলে যাবো

ভোলা তবু যায় না

মনে যে ছায়া ফেলে

মনেরই আয়না

বিরহ রজনী কাটে না সজনী

বিরহ রজনী কাটে না সজনী

কি যে করি তুমি বলো না

তুমি বলো না

সজনী গো

বালোবেসে এতো জালা

কেন বলো না

দুটি আঁখি নেশা নেশা

মনে জাগে একি তৃষা

বুকতে জলে কামনা

সজনী গো

ভালোবেসে এতো জালা

কেন বলো না

ভালোবেসে এতো জালা

কেন বলো না

Altro da Bashir Ahmed

Guarda Tuttologo

Potrebbe piacerti