menu-iconlogo
huatong
huatong
Testi
Registrazioni
চল, বাংলাদেশ, চল

চল, বাংলাদেশ, চল

চল, বাংলাদেশ, চল

চল, বাংলাদেশ, চল

আমি লাল সবুজের ফেরিওয়ালা

এই মানচিত্র ধরে

নয়টি মাস ঘুরে ফিরে আসি ডিসেম্বরে

আমি লাল সবুজের ফেরিওয়ালা

এই মানচিত্র ধরে

নয়টি মাস ঘুরে ফিরে আসি ডিসেম্বরে

আমার মাটিতে ঘুমিয়ে আছে

যত মুক্তিসেনার দল

আমি তাদের স্বপ্ন ঊড়াই আকাশে

চল, বাংলাদেশ, চল

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

ডাকছে আগামী, কিসের দ্বিধা-সংশয়

আমরা বাঙালি, করবোই পৃথিবী জয়

ও, ডাকছে আগামী, কিসের দ্বিধা-সংশয়

আমরা বাঙালি, করবোই পৃথিবী জয়

আমার রক্তে সূর্যের উত্তাপ

আমার ভাষা সূর্যের সাথে মেশে

আমার শক্তি আমার প্রকৃতি

বাংলার মাটি জল ভালোবেসে

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

আমার ব-দ্বীপে সবুজের হাসি হাসে

মমতার পলি আকাশে বাতাসে ভাসে

আমার ব-দ্বীপে সবুজের হাসি হাসে

মমতার পলি আকাশে বাতাসে ভাসে

আমার রক্তে সূর্যের উত্তাপ

আমার ভাষা সূর্যের সাথে মেশে

আমার শক্তি আমার প্রকৃতি

বাংলার মাটি জল ভালোবেসে

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

চল, বাংলাদেশ, চল (চল, বাংলাদেশ, চল)

Altro da Belal Khan/PUJA/Mahtim Shakib/Abanti Sithi

Guarda Tuttologo

Potrebbe piacerti