menu-iconlogo
huatong
huatong
bhupen-hazarika-manush-manusher-jonne-cover-image

Manush Manusher Jonne

Bhupen Hazarikahuatong
devaneyswaghuatong
Testi
Registrazioni
মানুষ মানুষের জন্যে

ভূপেন হাজারিকা

মানুষ মানুষের জন্যে

জীবনের জীবনের জন্যে

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা

ওবন্ধু মানুষ মানুষের জন্যে

জীবনের জীবনের জন্যে

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা

ওবন্ধু মানুষ মানুষের জন্যে

Interlude.......

মানুষ মানুষকে পন্য করে

মানুষ মানুষকে জীবিকা করে

মানুষ মানুষকে পন্য করে

মানুষ মানুষকে জীবিকা করে

পুরোনো ইতিহাস ফিরে এলে

লজ্জা কি তুমি পাবে না

ও বন্ধু মানুষের জন্যে

জীবনের জীবনের জন্যে

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা

ওবন্ধু মানুষ মানুষের জন্যে

বলো কি তোমার ক্ষতি

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে

দুর্বল মানুষ যদি

বলো কি তোমার ক্ষতি

জীবনের অথৈ নদী

পার হয় তোমাকে ধরে

দুর্বল মানুষ যদি

মানুষ যদি সে না হয় মানুষ

দানব কখনো হয় না মানুষ

মানুষ যদি সে না হয় মানুষ

দানব কখনো হয় না মানুষ

যদি দানব কখনো বা হয় মানুষ

লজ্জা কি তুমি পবেনা

ও বন্ধু মানুষের জন্যে

জীবনের জীবনের জন্যে

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা

ওবন্ধু মানুষ মানুষের জন্যে

জীবনের জীবনের জন্যে

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা

ওবন্ধু মানুষ মানুষের জন্যে

Altro da Bhupen Hazarika

Guarda Tuttologo

Potrebbe piacerti