menu-iconlogo
logo

Amar Prithibi

logo
avatar
Blacklogo
markusoswald82logo
Canta nell'App
Testi
ছায়ারা সরে যাবে

জানি সূর্য উঠবে

মৃত সব গাছের নিচে

আগুন জ্বলবে

বুকের গভীরে নদী

কুয়াশা, কুয়াশা

পাথরের উপর বসে

দেখছি এসবই

তাকিয়ে আছে মৃত্যুর এপারে

জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি

সাদা রোদে ভাসছে সবই

পায়ে পায়ে ফিরে আসি আবার

নিভৃতে বুনি দুঃখের গান

অনন্ত আগুনে পোড়ে অনিদ্র চোখ

আমার বিবেক পোড়ে সূর্যের নিচে

তাকিয়ে আছে মৃত্যুর এপারে

জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি

সাদা রোদে ভাসছে সবই