menu-iconlogo
huatong
huatong
avatar

দোহাই লাগে বন্ধু তুমি পাগল

Bristyhuatong
"𝕸𝖎✮͜͡❤️JULIY✮͜͡🇧🇩𒁍"huatong
Testi
Registrazioni
Login

কনক চাঁপা ও খালিদ হাসান মিলু

New[HD]দোহাই লাগে বন্ধু তুমি পাগল.Dohai Lage

Lyrics Bristy

গান: দোহাই লাগে বন্ধু তুমি পাগল....

ছবি: চাওয়া থেকে পাওয়া

শিল্পী: পার্ট 1)কনক চাঁপা

পার্ট 2) খালিদ হাসান মিলু

?দয়া করে কেউ গানটি Re- Upload

F. /দোহাই লাগে...

দোহাই লাগে বন্ধু তুমি পাগল হইও না

তোমার কি হয়েছে...তোমার কি হয়েছে...

লাজুক লাজুক অঙ্গ আমার তুমি ছুইয়ো না

তোমার কি হয়েছে..তোমার কি হয়েছে...

M. /প্রেমের আগুন...

প্রেমের আগুন জ্বলছে বুকে কাছে আসোনা

তোমার কি হয়েছে...তোমার কি হয়েছে..

একটু খানি নিলাজ হয়ে কাছে আসোনা

তোমার কি হয়েছে...তোমার কি হয়েছে...

?

আপনাদের গানটি ভালো লাগলে

অবশ্যই Follow করে দিবেন

===========

F. /কি যে করো বুঝিনা......

কি যে করো বুঝিনা

এ মনে ভয় ভয় লাগে...

অঙে শিহরণ জাগে....

M. /কেনো তুমি বোঝনা.......

কেন তুমি বোঝনা

মধু ঝরা চাঁদনি রাতে...

মিলন হবে তোমার সাথে...

F. /দোহাই লাগে...

দোহাই লাগে বন্ধু তুমি পাগল হইও না

তোমার কি হয়েছে.. তোমার কি হয়েছে..

M. /প্রেমের আগুন জ্বলছে বুকে কাছে আসোনা

তোমার কি হয়েছে.. তোমার কি হয়েছে...

============

? Brisyu ?

F. /সবই তুমি নিয়ো না......

সবই তুমি নিয়ো না

আমি লাজে মরে যাবো...

ফুলের মতই ঝরে যাবো...

M. /থাকো তুমি থাকোনা.......

থাকো তুমি থাকোনা

লুকিয়ে আমার এ বুকে....

চিরদিনই থাকো সুখে....

F. /দোহাই লাগে...

দোহাই লাগে বন্ধু তুমি পাগল হইও না

তোমার কি হয়েছে.. তোমার কি হয়েছে...

লাজুক লাজুক অঙ্গ আমার তুমি ছুইয়ো না

তোমার কি হয়েছে..তোমার কি হয়েছে...

?

?ধন্যবাদ সাথে থাকার জন্য ?

Altro da Bristy

Guarda Tuttologo

Potrebbe piacerti

দোহাই লাগে বন্ধু তুমি পাগল di Bristy - Testi e Cover