menu-iconlogo
huatong
huatong
avatar

আমার এই চোখ দিয়ে

Bulbulhuatong
✯͜͡𝐁𝐔𝐋𝐁𝐔𝐋✯͜͡♻️🅱🆂🅰♻️huatong
Testi
Registrazioni
গান: আমার এই চোখ দিয়ে

?আমার এই চোখ দিয়ে, পৃথিবীর সব আলো, আমি তোমায় দেখাবো..

?বলো না কুহু সুরে.. কোন পাখি ডাকে দূরে..

?আমার এই চোখ দিয়ে,পৃথিবীর সব আলো, আমি তোমায় দেখাবো..

?বলো না কুহু সুরে.. কোন পাখি ডাকে দূরে..

?ডালে ডালে কোয়েলিয়া, কোয়েলের সন্ধানে গান গায় প্রেমের সুরে....

?বলো না কুহু সুরে.. কোন পাখি ডাকে দূরে..

?বলোতো সবার চেয়ে সুন্দর কি,

?সে তো তুমি... সে তো তুমি

?হুম বলতো কাকে বেশি ভালোবাসে মন

?জানিনা আমি... জানিনা আমি.

?ও বলোতো সবার চেয়ে সুন্দর কি,

?সে তো তুমি... সে তো তুমি...

হুম বলতো কাকে বেশি ভালোবাসে মন

?জানিনা আমি... জানিনা আমি.

ঝির ঝির বাতাসেতে, আজমনে কি আবেশে যেতে চায় হারিয়ে দূরে....

বলো না কুহু সুরে.. কোন পাখি ডাকে দূরে..

?বলো না কি দেখে তুমি বাসলে ভালো

?তোমার হাসি... তোমার হাসি.

?ও.... ও , হুম.. হুম, মরে যাই মরমেতে ও কথা শুনে।

?পেয়েছে জীবন... চাওয়ার বেশি।

?হুম.... হুম , হুম.. হুম, বলো না কি দেখে তুমি বাসলে ভালো

?ওগো তোমার হাসি... তোমার হাসি.

?মরে যাই মরমেতে ও কথা শুনে।

?পেয়েছে জীবন... চাওয়ার বেশি,এক পা দু পা করে, কখন এ মনের ঘরে এলে তুমি হৃদয় জুড়ে....

?বলো না কুহু সুরে.. কোন পাখি ডাকে দূরে..

?আমার এই চোখ দিয়ে, পৃথিবীর সব আলো, আমি তোমায় দেখাবো..

?বলো না কুহু সুরে.. কোন পাখি ডাকে দূরে..

Altro da Bulbul

Guarda Tuttologo

Potrebbe piacerti