মেয়ে: তোর পাহাড়ীয়া বাশিঁ..
তোর পাহাড়ীয়া বাশিঁ
আমায় পাগল করেছে
হায় হায় যৌবনে মোর আগুন লেগেছে
ও হায় হায় যৌবনে মোর আগুন লেগেছে
ছেলে: ঐ বাঁকা ঠোটের হাসি..
ঐ বাঁকা ঠোটের হাসি
আমায় ঘায়েল করেছে
আরে তোর ঠমক দেখে নেশা জেগেছে
তোর ঠমক দেখে নেশা জেগেছে
মেয়ে: তোর পাহাড়ীয়া বাশিঁ..
:
চয়েস বাই ‘সেলিনা’ এলএম ফ্যামিলি
আপলোড বাই ‘ইমাম’ টিআরএন
:
মেয়ে: তোর রাঙ্গা অন্তর
জানে জাদু মন্তর
আমারে গুম করে দেয়
ছেলে: এতো জ্বালা দিস না
তোর চোখে তৃষ্ণা
আমারে কাছে ডেকে নেয়.
বুঝিনি তো.. চারা গাছে
এ বুঝিনি তো চারা গাছে
ফুল ফুটেছে...
মেয়ে: পাহাড়ীয়া বাঁশি..
তোর পাহাড়ীয়া বাশিঁ
আমায় পাগল করেছে
হায় হায় যৌবনে মোর আগুন লেগেছে
আ.. হায় হায় যৌবনে মোর আগুন লেগেছে..
:
চয়েস বাই ‘সেলিনা’ এলএম ফ্যামিলি
আপলোড বাই ‘ইমাম’ টিআরএন
:
ছেলে: ঢল ঢল অঙ্গ
রুপেরই তরঙ্গ
পরানে দোলা দিয়ে যায়
মেয়ে: প্রেম জানি অন্ধ
কি যে ভাল মন্দ
বুঝিনা করি কি উপায়
রশিক ভ্রমর..মধু খেয়ে
ও রশিক ভ্রমর মধু খেয়ে
পালিয়ে গেছে...
পাহাড়ীয়া বাঁশি..
তোর পাহাড়ীয়া বাশিঁ
আমায় পাগল করেছে
হায় হায় যৌবনে মোর আগুন লেগেছে
ও হায় হায় যৌবনে মোর আগুন লেগেছে
ছেলে: ঐ বাঁকা ঠোটের হাসি..
ঐ বাঁকা ঠোটের হাসি
আমায় ঘায়েল করেছে
আরে তোর ঠমক দেখে নেশা জেগেছে
তোর ঠমক দেখে নেশা জেগেছে
মেয়ে: তোর পাহাড়ীয়া বাশিঁ..
আমায় পাগল করেছে
লালা লা লালা লা লালা লালা লা
ছেলে: ঐ বাঁকা ঠোটের হাসি
আমায় ঘায়েল করেছে
লালা লা লালা লা লালা লালা লা
মেয়ে: ও লালা লা লালা লা লালা লালা লা
ছেলে: ও লালা লা লালা লা লালা লালা লা