menu-iconlogo
huatong
huatong
chirkut-tomar-monkharape-borsha-ashe-ft-taishi-nandi-cover-image

Tomar Monkharape Borsha Ashe Ft. Taishi Nandi

chirkuthuatong
phillipstrista84huatong
Testi
Registrazioni
তোমার মনখারাপে বর্ষা আসে

তোমার খামখেয়ালে বিকেল ফুরোয়

তুমি বাসলে ভালো চাঁদের আলো

নদীর জলে ঝিনুক কুড়োয়

সব বুঝেও কেন বুঝছো না যে তাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

রাতে ঘাসের উপর শিশির জমে

আর ভোরবেলাতে শিউলি ঝরে

আমি বলবো কি আর প্রেমের কথা

Privacy নেই মেসের ঘরে

তুমি না হয় শুধু মনখারাপই নাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

তুমি নিম্নচাপে ঝড়ের মত

ছাদের ঘরে শুকনো পাতা

আমার ভাল্লাগে না, ভাল্লাগে না

ফুরিয়ে গেছে আঁকার খাতা

তুমি নিম্নচাপে ঝড়ের মত

ছাদের ঘরে শুকনো পাতা

আমার ভাল্লাগে না, ভাল্লাগে না

ফুরিয়ে গেছে আঁকার খাতা

একবার মিথ্যে বলো সত্যি আমায় চাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

হাওয়ার মত আমায় ছুঁয়ে যাও

Altro da chirkut

Guarda Tuttologo

Potrebbe piacerti