menu-iconlogo
huatong
huatong
avatar

Bondhu Go

Chirkutthuatong
plc50huatong
Testi
Registrazioni
কিছু কথা, কিছু ব্যথা

কিছু সময় বয়ে যায়

আলো থেকে আঁধারেতে

রং বদলায়

তুমি এসো ভালোবেসো

আমি তোমায় বেঁচে রই

বন্ধু গো আজ তোমায়

বড় বেশি প্রয়োজন

রং হারাল নীল পাখিটা

ঘর পালাল ঐ ছেলেটা

একা পোড়ে শুন্য যে ঘর

কে যে আপন কে যে বা পর

কিছু কথা, কিছু ব্যথা

কিছু সময় বয়ে যায়

আলো থেকে আঁধারেতে

রং বদলায়

তুমি এসো ভালোবেসো

আমি তোমায় বেঁচে রই

বন্ধু গো আজ তোমায়

বড় বেশি প্রয়োজন

যাচ্ছে সময়, যায় যে চলে

চিলেকোঠায়, চার দেয়ালে

এসো তুমি আসবে বলে

হাতটা ধরে দূরে চল

কিছু কথা, কিছু ব্যথা

কিছু সময় বয়ে যায়

আলো থেকে আঁধারেতে

রং বদলায়

তুমি এসো ভালোবেসো

আমি তোমায় বেঁচে রই

বন্ধু গো আজ তোমায়

বড় বেশি প্রয়োজন

Altro da Chirkutt

Guarda Tuttologo

Potrebbe piacerti