menu-iconlogo
huatong
huatong
avatar

Bangla Hit Folk Mashup||Hassan S.Iqbal & Dristy Anam

Dristy Anamhuatong
꧁𝙁𝙊𝙍𝙃𝘼𝘿.༄❤🅣︎🅞︎🅗︎❤️huatong
Testi
Registrazioni
[M]বাঁশি শুনে আর কাজ নাই

সে যে ডাকাতিয়া বাঁশি

বাঁশি শুনে আর কাজ নাই

সে যে ডাকাতিয়া বাঁশি

সে যে দিন-দুপুরে চুরি করে

রাত্রী তো কথা নাই

ডাকাতিয়া বাঁশি

বাঁশি শুনে আর কাজ নাই

সে যে ডাকাতিয়া বাঁশি

[F]বন্ধু তিন দিন,

বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম

দেখা পাইলাম না,বন্ধু তিন দিন

গাঙ পার হইতে ছয় আনা

ফিইরা আইতে ছয় আনা

গাঙ পার হইতে ছয় আনা

ফিইরা আইতে ছয় আনা

আইতে যাইতে ১২ আনা উসুল হইলো না

বন্ধু তিন দিন

ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম

দেখা পাইলাম না,বন্ধু তিন দিন

[M]লাউয়ের আগা খাইলাম,ডোগাগো খাইলাম

লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি

আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি

স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী

স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী

স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী

[F]একজনে ছবি আঁকে এক মনে ওহো ওমন

আরেকজনে বসে বসে রঙ মাখে

[M]একজনে ছবি আঁকে এক মনে ওহো ওমন

আরেকজনে বসে বসে রঙ মাখে

ওহ আবার সেই ছবিখান নষ্ট করে

কোন জনা কোন জনা

[M+F]সেই ছবিখান নষ্ট করে

কোন জনা কোন জনা

তোমার ঘরে বসত করে কয় জনা,মন জানো না

তোমার ঘরে বসত করে কয় জনা...

তোমার ঘরে বাস কারা ও মন জানো না

তোমার ঘরে বসত করে কয় জনা,মন জানো না

তোমার ঘরে বসত করে কয় জনা

[F]যে জন প্রেমের ভাব জানে না....

তার সঙ্গে নাই লেনাদেনা...

[M+F]খাঁটি সোনা ছাড়িয়ে দেনা,নকল সোনা

সে জন সোনা চেনে না

[M+F]খাঁটি সোনা ছাড়িয়ে দেনা,নকল সোনা

সে জন সোনা চেনে না

[M]নিশিতে যাইয়ো ফুল বনে,রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুল বনে..

নিশিতে যাইয়ো ফুল বনে,রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুল বনে...

জ্বালাইয়া চান্দের বাতি....

জেগে রবো সারা রাত্রী গো...

আমি কবো কথা শিশিরো সনে,রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুল বনে...

নিশিতে যাইয়ো ফুল বনে,রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুল বনে..

নিশিতে যাইয়ো ফুল বনে...

নিশিতে যাইয়ো ফুল বনে...

========ধন্যবাদ=======

Altro da Dristy Anam

Guarda Tuttologo

Potrebbe piacerti