menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Kothar Malay

Emon Chowdhury/Masha islamhuatong
62194321932huatong
Testi
Registrazioni
তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই

গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই

তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই

গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই

পথ চলিবো রাত জাগিবো

জাগিবো অমাবস্যারই ডর

পথ চলিবো রাত জাগিবো

জাগিবো অমাবস্যারই ডর

তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো

তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো

তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই

গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই

তুমি হইলা আকাশের চাঁদ

আমি খালি দেখি রে

ছুঁতে পাইনা এতো রুপ তাই

রুপার আলোয় মাখি

হো তুমি হইলা আকাশের চাঁদ

আমি খালি দেখি রে

ছুঁতে পাইনা এতো রুপ তাই

রুপার আলোয় মাখি

দূরে থাকো সেটাই ভালো

কাছে আসলে ডর

দূরে থাকো সেটাই ভালো

কাছে আসলে ডর

তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো

তোমার লাগি পথের ধারে বাঁধলাম ঘর তোমার লাগি হো

তোমার কথার মালায় মন বাঁন্ধিতে চাই

গুনগুন গুনগুন সুরে সুরে গানে পাইলো ঠাই

Altro da Emon Chowdhury/Masha islam

Guarda Tuttologo

Potrebbe piacerti