সোনা পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না
আত্নার পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না
কোথায় আছি কেমন আছি
মরে নাকি বেঁচে আছি
ভূল করেও জানতে চাইলি না...
আত্নার পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না
আরো নতুন নতুন মিউজিক পেতে
আমাকে ফলো দিয়ে একটিভ থাকুন
আমার কান্নায় কাঁদে আকাশ
কাঁদে না মন তোর...
মাটির তৈরী মানুষ রে তুই
মনটা গড়া পাথর...
হায়রে আমার কান্নায় কাঁদে আকাশ
কাঁদে না মন তোর...
মাটির তৈরী মানুষ রে তুই
মনটা গড়া পাথর...
মরে যাবো সত্যি বলছি
মরণ পথেই হেঁটে চলছি
তোরে ছাড়া দমের গাড়ী
পাখি আমার চলে না...
একটি বারও খবর নিলি না...
ভূল করেও জানতে চাইলি না...
সোনা পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না
আত্নার পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না
আপনাদের উৎসাহ, ভালবাসা নিয়ে
বন্ধু হয়ে সবার পাশে থাকতে চাই
মনটা আমার মরছে কবে
আমার মরণ বাকি...
একটা নজর দেখবো তোরে
সেই আশাতেই থাকি...
হায়রে মনটা আমার মরছে কবে
আমার মরণ বাকি...
একটা নজর দেখবো তোরে
সেই আশাতেই থাকি...
তোরে আজও যত্নে পুষি
তোর সুখেতেই আমি খুশি
তোরে কত ভালোবাসি
আজও পাখি বুঝলি না...
একটি বারও খবর নিলি না...
ভূল করেও জানতে চাইলি না...
সোনা পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না
আত্নার পাখিরে... এ এ এ
একটি বারও খবর নিলি না।