menu-iconlogo
huatong
huatong
emon-khan-lal-shari-poriya-cover-image

লাল শাড়ি পরিয়া | Lal Shari Poriya

Emon Khanhuatong
rissomonikhuatong
Testi
Registrazioni
লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা, নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলানা একবার, চইলা গেলা হায়

জানি আজ রাতে হইবা পরের, আর ভাইব না আমায়

আ আ আ আ, আ আ আ আ।

Music

Follow:

চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে।

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে

ভুলব আমি এই কথা কেমনে?

চান্দের মত মুখটি যখন ভাসত নয়ন জলে

আদর কইরা মুইছা দিতাম গালে।

ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এ বুকে

ভুলব আমি এই কথা কেমনে?

তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে?

তবে ভালো ক্যান বাসিলা

স্বপ্ন কেন দেখাইলা

ভালো ক্যান বাসিলা আমারে?

আ আ আ আ, আ আ আ আ।

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া,

শেষ দেখাও দিলা না আমারে।

ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে।

চার বেহারার পালকি কইরা

যখন গেলা সামনে দিয়া,

শেষ দেখাও দিলা না আমারে।

ফিরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগত ছাড়ি

পাইবা শুধু আমায় স্বপনে।

তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে।

তুমি কান্দিয়া ডাকিবা কভু না পাইবা

কান্দিয়া ডাকিবা আমারে।

লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়,

আমার চোখের জল মিশাইলা, নিলানা বিদায়,

তুমি ফিরাও চাইলানা একবার চইলা গেলা হায়,

জানি আজ রাতে হইবা পরের আর ভাইব না আমায়।

আ আ আ আ, আ আ আ আ।

আ আ আ আ, আ আ আ আ।

Altro da Emon Khan

Guarda Tuttologo

Potrebbe piacerti